উত্তরদিনাজপুর

পথ নিরাপত্তা সপ্তাহ সম্বন্ধে সচেতন করতে IC ও BDO এর সাইকেল র্যা লি

রাজ্য জুরে এপ্রিল মাসে ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সারা দেশে প্রতিবছর এই পথ দুর্ঘটনার জন্য ক্ষতি হয় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। দেশের ২৯টি রাজ্যের মধ্যে পথ দুর্ঘটনার দিক থেকে পশ্চিমবঙ্গ ৪র্থ স্থানে রয়েছে। এর মধ্যে বিশেষ করে মোটর সাইকেলের দুর্ঘটনার সংখ্যা বেশি।  আর এই দুর্ঘটনায় প্রতিনিহত কোল খালি হচ্ছে মায়েদের। সেই কারনেই পথ দুর্ঘটনা কমানোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে SAVE DRIVE SAVE LIFE প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত SAVE DRIVE SAVE LIFE পালন করা হচ্ছে রাজ্য জুরে।  তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে ট্যাবলো ও সাইকেল র‍্যালি কর্মসূচী পালন করা হয় কালিয়াগঞ্জ শহরে। কালিয়াগঞ্জ থানার IC বিচিত্র বিকাশ রায় ও BDO মহম্মদ জাকারিয়া সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক পুলিশদের নিয়ে সাইকেল চালিয়ে র‍্যালি করে শহরবাসীদের পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করেন তারা।  যাতে তারা হেলমেট ছাড়া ও দুইজনের বেশি নিয়ে বাইক না চালায়, এবং মোটর সাইকেল চলাকালীন মোবাইল ফোন ব্যবহার না করেন।

      এই র‍্যালিতে ব্যবহার করা ট্যাবলো গুলিতে দেখানো হয়েছে কি ভাবে দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনার পড়ে পরিণতি কি হতে পারে এই বিষয়ে কালিয়াগঞ্জ শহরবাসীকে সচেতন করা হয়।